জামালপুরে নদে ডুবে নিখোঁজ পাঁচ শিশুর মধ্যে সবশেষ মরদেহ উদ্ধার
জামালপুরের মাদারগঞ্জে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ হওয়া সবশেষ শিশুটির মরদেহও উদ্ধার হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার হরিপুর এলাকায় ভেসে উঠে বৈশাখী নামের শিশুর মরদেহটি। এ নিয়ে নিখোঁজ পাঁচ জনের মরদেহই উদ্ধার হলো।
গত শুক্রবার ঝিনাই নদীতে ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতে বের হয় পাঁচ শিশু। পরে হঠাৎই নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়।
এসময় শিশু ও নদী তীরবর্তীদের আর্তচিৎকারে স্থানীয়রা গিয়ে খোঁজাখুজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আবু হাসান, সাইবা ও পলির মরদেহ। পরদিন উদ্ধার হয় শিশু কুলসুমের মরদেহ।
