ঢাকা শনিবার, ১লা নভেম্বর ২০২৫, ১৮ই কার্তিক ১৪৩২


২০২৬ সালের নির্বাচন বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ-কাজী নাজমুল হোসেন তাপস 


১ নভেম্বর ২০২৫ ১৮:৪৪

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে শনিবার (১নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে কয়েক হাজার মোটরসাইকেলের এক বিশাল শো-ডাউন। 

 

আলিয়াবাদ গুল চত্ত্বর থেকে শুরু হয়ে শিবপুরসহ আশেপাশের ইউনিয়ন প্রদক্ষিণ করে বিশাল এই বর্ণাঢ্য র‍্যালি। তাপসের পক্ষে নেতাকর্মীদের এমন উপস্থিতিতে পুরো নবীনগর উপজেলা যেন রূপ নেয় এক উৎসবে।

 

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, “গত ১৭ বছর ধরে হামলা-মামলা, দমন-নিপীড়ন আর অত্যাচার উপেক্ষা করেও নবীনগরে আমরা ধানের শীষকে টপে রেখেছি। বিএনপিকে আমরা মাঠে ফিরিয়ে এনেছি। 

 

আমি আপনাদের আশ্বস্ত করতে চাই-২০২৬ সালের নির্বাচন বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। যদি নবীনগরের এই আসন আমাদের দেওয়া হয়, ইনশাআল্লাহ জনগণের ভোটের জোরে বিজয় অর্জন করে এই আসনটি আমরা জনাব তারেক রহমানকে উপহার দেব।

 

তিনি আরও বলেন, “জনগণ আজ পরিবর্তন চায়। তৃণমূলের প্রতিটি গ্রামে গিয়ে আমাদের নেতাকর্মীদের ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা ১২০ দিনের কর্মসূচি হাতে নিয়েছি। নবীনগরের ২৩৬টি গ্রামেই বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। মা-বোনদের বুঝাতে হবে, দেশের মুক্তি ধানের শীষের বিজয়ের মধ্যেই নিহিত।”

 

র‍্যালিতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুল রহমান মঞ্জু,হাজী শাহাবুদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল বারী,জেলা বিএনপির সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মামুন কমিশনার, সদস্য সচিব রুবেল আকরাম,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির,শ্রমিকদল নেতা মোস্তফা ,সিরাজুল,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ,ছাত্রদল নেতা সজিব, তৌফিকুল ইসলাম তপু, জাহিদ ,কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছামদানী হৃদয়সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।