ঢাকা শনিবার, ১লা নভেম্বর ২০২৫, ১৮ই কার্তিক ১৪৩২


প্রিজাইডিং অফিসার চাইলে সেন্টারের ভোট স্থগিত করতে পারবেন: ইসি আনোয়ারুল


১ নভেম্বর ২০২৫ ১৮:১১

সংগৃহীত

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এবারের নির্বাচনে প্রিজাইডিং অফিসার যদি চান তাহলে কারণ সাপেক্ষে দায়িত্বপ্রাপ্ত সেন্টারের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। এমন ক্ষমতা তাদের দেয়া থাকবে।

 

শনিবার (১ নভেম্বর) পটুয়াখালীর কুয়াকাটায় নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপণ ও উত্তরণের উপায় নিয়ে দিনব্যাপী কর্মশালায় তিনি এ কথা বলেন।

 

কমিশনার বলেন, রিটার্নিং অফিসার মনে করলে একটি আসনের সবকটি সেন্টারের ভোট বাতিল করতে পারবেন। সেই ক্ষমতা রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও) সংশোধনে আনা হয়েছে।

 

তিনি আরও বলেন, তবে এক্ষেত্রে যৌক্তিক কারণ থাকতে হবে। তাই নির্বাচনে দায়িত্বরত কমকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান এই নির্বাচন কমিশনার।

 

কর্মশালায় পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কমিশন কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

 

এ সময় উপস্থিত নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন একযোগে কাজ করছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য।