নরসিংদীতে ১১টি অস্ত্রসহ আটক ৮
নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে দেশি-বিদেশি ১১টি অস্ত্রসহ ৮ জনকে আটক করেছে র্যাব। শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাহিনীটি।
র্যাব-১১ অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গতকাল শুক্রবার নরসিংদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় র্যাব সদস্যদের ওপর হামলা করে আটককৃতরা।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, মূলত বালুমহাল, চর, বাজার দখল ও আধিপত্যকে কেন্দ্র করে ওই এলাকায় প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। আর সেগুলো নিয়ন্ত্রণেই অস্ত্রের ব্যবহার হয়। পাশের দেশ ভারত থেকে সরঞ্জাম এনে দেশে এসব অস্ত্র তৈরি করা হতো। দেশের নৌপথ কিছুটা অরক্ষিত থাকার সুযোগে এসব কাজ করতো তারা।
