টাঙ্গুয়া এক্সপ্রেস ট্রেন চালুসহ ৮ দাবিতে মগবাজার রেলগেট অবরোধ
টাঙ্গুয়া এক্সপ্রেস ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে রাজধানীর মগবাজার রেলগেটে অবস্থান ও অবরোধ করেছে 'ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী'। শনিবার (১ নভেম্বর) সকালে এই কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচির একপর্যায়ে ঢাকা থেকে ছাড়া সিলেটের জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থামানোর চেষ্টা করেন তারা। পরে ট্রেনটি না থামায় রেললাইন অবরোধ করেন আন্দোলনরতরা। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি আটকে যায়।
পরে পুলিশ তাদের রেললাইন থেকে সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এদিকে, অবিলম্বে নতুন ট্রেন চালুসহ দাবিগুলো বাস্তবায়ন না হলে রেলভবন ও যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা।
