ঢাকা শনিবার, ১১ই অক্টোবর ২০২৫, ২৭শে আশ্বিন ১৪৩২


চিকিৎসা সেবায় মানবতার দৃষ্টান্ত— বাগআঁচড়ায় ফ্রি চক্ষু শিবিরে সাড়া ফেলেছে সাধারণ মানুষ


৫ অক্টোবর ২০২৫ ১১:০৩

সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে শনিবার অনুষ্ঠিত হয়েছে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির। বাগআঁচড়া ইসলামীয়া চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে এবং আদ-দ্বীন মেডিকেল কলেজের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে শত শত মানুষ চোখের চিকিৎসা ও পরামর্শ নিতে অংশগ্রহণ করেন।

 

মাওলানা আজীজুর রহমানের (এমপি প্রার্থী, যশোর-১, শার্শা) সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় শিবিরটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী রোগীরা লাইনে দাঁড়িয়ে বিনামূল্যে চোখের পরীক্ষা, ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

 

চিকিৎসক দল আন্তরিকতার সঙ্গে প্রতিটি রোগীকে সেবা প্রদান করছেন। তারা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের চোখের সমস্যার সমাধানে এই ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

স্থানীয় বাসিন্দারা এ আয়োজনের প্রশংসা করে বলেন, “এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। গ্রামের মানুষ ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পাচ্ছে।”