নিউইয়র্কে রাজনীতবিদদের হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে বিবৃতিটি পাঠানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির নেতা আখতার হোসেন ও তাসনিম জারা হামলার শিকার হন। এই হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। এ ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীর দুঃখের প্রকাশ করছে।
এতে আরও বলা হয়, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও সমর্থকেরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনা শেখ হাসিনার শাসনামলে সহিংস রাজনৈতিক সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দেয়। সহিংস রাজনীতির এই সংস্কৃতি নির্মূলে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।