ঢাকা শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২


সেনা কল্যাণ ভবনের আগুনে গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়নি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র


১৮ জুলাই ২০২৫ ১৭:৩১

সংগৃহীত

রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডে বাংলাদেশ ব্যাংকের ডিবিআই-থ্রি বিভাগ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

 

শুক্রবার (১৮ জুলাই) যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ফায়ার সার্ভিসের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছি। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেনা কল্যাণ ভবনের ২১ তলায় বাংলাদেশ ব্যাংকের তদারকি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের ৫টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, বৈদ্যুতিক ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে।