ঢাকা শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২


‘৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশ করছে জামায়াত’


১৮ জুলাই ২০২৫ ১৭:২৯

সংগৃহীত

পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী।

 

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শনে এসে এমনটাই জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরয়ার।

 

তিনি বলেন, মঞ্চ প্রস্তুতসহ যাবতীয় কাজ এখনও চলমান; তবে নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে জানান তিনি। একটি সুষ্ঠু সমাবেশ করতে যা যা করা প্রয়োজন তার সবই করা হয়েছে। সমাবেশস্থলে আগত জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি।

 

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর জামায়াতের এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দেশের সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। জনসাধারণের সুবিধার্থে মেডিকেল বুথ, খাবার পানি ও পয়নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয়েছে। এই সমাবেশের কারণে আগামীকাল নগরবাসি কিছুটা ভোগান্তিতে পড়বেন এ কারণে ক্ষমাও প্রার্থনা করেন জামাতের সেক্রেটারি জেনারেল।