ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


রেলক্রসিংয়ে বিকল ট্রাক, বন্ধ উত্তরবঙ্গ-ঢাকা রেল যোগাযোগ


১৪ জুলাই ২০২৫ ১৪:১৪

সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের পাশে বিকল হয়েছে একটি ট্রাক। সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার সোনাখালী রেলক্রসিংয়ে পাশে হওয়া বড় গর্তে পড়ে ট্রাকটি বিকল হয়ে যায়। এর জেরে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

 

রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার সকালে সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক বৃষ্টিতে হওয়া গর্তে পড়ে আটকে যায়। চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি।

 

স্থানীয়রা বলছেন, বৃষ্টিতে রেলক্রসিংয়ের সামনে কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এরকম একটি গর্তে ট্রাকটি আটকে গেছে। এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়েছে।

 

 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ্জামান বলেছেন, সোনাখালী রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে গেছে। এর ফলে ওই পাশ থেকে ট্রেন আসতে পারছে না। ট্রাকটি সরানো হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।