ঢাকা সোমবার, ১৩ই অক্টোবর ২০২৫, ২৯শে আশ্বিন ১৪৩২


এনবিআরের অচলাবস্থা নিরসনে আলোচনায় অগ্রগতি, শাটডাউন প্রত্যাহার


২৭ জুন ২০২৫ ২২:১০

সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত অচলাবস্থা নিরসনে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। সরকারের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। 

 

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।  

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে গতকাল ২৬ জুন বিকালে অর্থ উপদেষ্টার কার্যালয়ে ২ ঘণ্টা ৩০ মিনিটব্যাপী একটি আলোচনা অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের ১৬ সদস্য অংশ নেন।