ঢাকা বৃহঃস্পতিবার, ২৯শে মে ২০২৫, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


সাঈদী-সাকা ফিরে আসতে পারতেন, সারজিসের আক্ষেপ


২৭ মে ২০২৫ ১৮:২৬

ফাইল ফটো

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্ব্বোচ আদালত এ রায় দেন। এই রায়ের ফলে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে আর বাধা রইলো না।

 

মৃত্যুদণ্ডের আদেশ প্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার মুক্তি পাওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২৭ মে) এ রায় ঘোষণার পরই সামাজিক মাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এনসিপি নেতা। 

 

ওই স্ট্যাটাসে তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় অতীতে সাজা পাওয়া কিংবা মারা যাওয়া একাধিক নেতার নাম উল্লেখ করেন। এই বিচারকে নিয়ে তিনি এসময় আক্ষেপ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দেশ গড়ার কাজে সবাইকে তাগিদ দেন।

 

সারজিস লিখেন, মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। অথচ আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে।

 

তিনি লিখেন, হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলাওয়ার হোসাইন সাঈদী আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন! ফিরে আসতে পারতেন নাম না জানা গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাই-বোন।

 

‘কিন্তু সেই সুযোগ আর নেই। আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা, মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি’- বলেন সারজিস।