ঢাকা বৃহঃস্পতিবার, ২৯শে মে ২০২৫, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


আজহারুল ইসলামের মানবতাবিরোধী মামলার রায় মঙ্গলবার


২৬ মে ২০২৫ ১২:৪৯

ফাইল ফটো

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামীকাল মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

 

আজহারের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির আশা প্রকাশ করে বলেন, “আমরা বিশ্বাস করি, আপিল বিভাগ থেকে এটিএম আজহারুল ইসলাম খালাস পাবেন।”

 

এর আগে ৮ মে আপিল শুনানি শেষ হয় এবং আদালত ২৭ মে রায়ের দিন নির্ধারণ করেন। উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়।

 

মুক্তিযুদ্ধকালে রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতন ও লুটপাটের ছয়টি অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। ট্রাইব্যুনালের রায়কে ‘প্রহসন’ বলে উল্লেখ করে জামায়াতে ইসলামী বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে।

 

এই মামলাই বাংলাদেশের ইতিহাসে প্রথম, যেখানে রিভিউ থেকে সরাসরি পূর্ণাঙ্গ আপিল শুনানির অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত