ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের‌ বিক্ষোভ


১৭ মে ২০২৫ ১২:৩৮

ফাইল ফটো

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে‌ বিক্ষোভ করেছে।

 

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে প্রায় পৌনে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা।

 

শিল্প পুলিশ জানায়, সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করে। পরে তারা সাড়ে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শুরু করে। 

 

খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নিতে কাজ করে। পরে মালিকপক্ষের সাথে কথা বলে স্বল্পতম সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে -শিল্প পুলিশের এমন আশ্বাসে পৌনে এক ঘন্টা পর মহাসড়কে অবরোধ ছেড়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকেরা।

 

শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।