ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা


২৭ মার্চ ২০২৫ ১২:০৭

ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কৃষক দল নেতা নাছির উদ্দিনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

 

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাতিলোটা ছরারকূল এলাকায় এ ঘটনা ঘটেছে। 

 

নিহত মোঃ নাছির উদ্দিন (৪০) ওই এলাকার মৃত কবির আহমদের পুত্র।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের নিজ বাড়িতে ইফতার শেষে বাড়ির অদূরে ফার্মে যাবার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা অজ্ঞাত দুস্কৃতিকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। 

 

ঘটনার পর এলাকাবাসী তার লাশ দেখে বাড়িতে খবর দিলে তারা রক্তাক্ত মৃতদেহটি বাড়িতে নিয়ে যান। এসময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ।

 

এ বিষয়ে সীতাকুণ্ড থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ান বারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ওসির নেতৃত্বে ফোর্স সেখানে যায়। ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।