ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


শেরপুরে বিস্কুটের প্রলোভনে শিশুকে ধর্ষণ


৯ মার্চ ২০২৫ ১৬:০২

সংগৃহীত

শেরপুরের নকলায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করেছে চাঁন মিয়া ওরফে লছা (৬০) নামের এক বৃদ্ধ।

 

শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

চাঁন মিয়া ওরফে লছা ওই গ্রামের আবেদ আলীর ছেলে ও ভুক্তভোগীর প্রতিবেশী দাদা।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই শিশু ও চাঁন মিয়া একই গ্রামের কাছাকাছি বাড়িতে বসবাস করেন। শনিবার দুপুরে বাড়ির পাশে খেলছিল শিশুটি। এসময় বৃদ্ধ চাঁন মিয়া তাকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দিয়ে পার্শ্ববর্তী একটি ভুট্টাখেতে শিশুটিকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে চাঁন মিয়া পালিয়ে যান।

 

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রাতে নকলা থানায় একটি মামলা করলে রাতেই চাঁন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

 

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘এ ঘটনায় শিশুর বাবার করা মামলায় আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’