ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, চারজনের মৃত্যু


৩ মার্চ ২০২৫ ১৪:০৮

সংগৃহীত

রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই পুরুষ হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার (৩ মার্চ) দুপুর ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিটের প্রায় ৪৭ মিনিটের চেষ্টায় ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।    

 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, হোটেলটি ছয়তলা ভবন হলেও আগুন লাগে দ্বিতীয় তলায়। তবে আগুন নিয়ন্ত্রণের পর তল্লাশি চালিয়ে চারটি মরদেহ পাওয়া যায় ছয়তলায়।

 

তিনি বলেন, "নিহতদের মরদেহ ছয়তলার বাথরুমের কাছে ও তিনটি সিঁড়ির গোড়ায় পাওয়া যায়। সিঁড়ির দরজার তালা মারা ছিল, যার ফলে তারা বের হতে পারেননি।"

 

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাসলাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।  

 

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, এবং ঘটনার বিস্তারিত তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।