ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা


২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৭

সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় শ্মশান মাঠ এলাকায় থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতদের মধ্যে হানিফ নামে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক নেতা রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। হানিফ হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দা। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে রামচন্দ্রপুর মাঠে হঠাৎ গোলাগুলি শুরু হয়। গুলির শব্দ থামার পরে স্থানীয়রা সেচ খালের পাশে গিয়ে গুলিবিদ্ধ ও জখম হওয়া লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুটি মোটর সাইকেলও উদ্ধার করেছে পুলিশ।