ঢাকা বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১


মার্কিন দূতাবাসের ভিসা পরিষেবা ওয়েবসাইট ৩ দিন বন্ধ


৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৪

সংগৃহীত

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ৮ ফেব্রুয়ারি থেকে নতুন ভিসা পরিষেবা ব্যবস্থা চালু করবে। যার ফলে তাদের বর্তমান অনলাইন প্ল্যাটফর্মে অ্যাক্সেস সাময়িকভাবে স্থগিত থাকবে।

 

পরিবর্তনের অংশ হিসেবে, ভিসা পরিষেবা ওয়েবসাইট www.ustraveldocs.com ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহার যাবে না। 

 

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছে দূতাবাস।

 

এতে বলা হয়েছে, ‘আমরা ৮ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে নতুন সিস্টেমের মাধ্যমে আমাদের ওয়েবসাইট পরিষেবা পুনরায় চালু করব।’

 

সাময়িক বিরতি সত্ত্বেও এই সময়ের মধ্যে পূর্বনির্ধারিত ভিসা অ্যাপয়েন্টমেন্টসহ আবেদনকারীদেরকে তাদের জন্য নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী তাদের অ্যাপয়েন্টমেন্টে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

 

এ ছাড়াও, মঙ্গলবার থেকে দূতাবাস প্রতি মঙ্গলবার বিকাল ৩:৩০ মিনিটে অ-অভিবাসী ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রকাশ করবে।