ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


জানা গেল কাকে বিয়ে করলেন সারজিস আলম


৩১ জানুয়ারী ২০২৫ ২৩:৪২

সংগৃহীত

নতুন জীবনের পথে পা রাখলেন সারজিস আলম। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে সারজিসের বিয়ের খবর জানান।

 

 

সারজিস আলমকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন— "নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।"

 

পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি, যেখানে বরের সাজে দেখা যাচ্ছে সারজিসকে। ছবিতে আরও রয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

 

গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে সার্জিস আলমের। শুক্রবার আসরের নামাজের পর ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতে তার বিয়ে অনুষ্ঠিত হয়।

 

সার্জিস আলমের শ্বশুর ব্যারিস্টার লুৎফর রহমানের বাড়ি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। তবে পেশাগত কারণে তিনি স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে ঢাকার বাসাবো এলাকার শাহজাহানপুরে বসবাস করেন।

 

জানা গেছে, একবোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি একজন কোরআনের হাফেজা।

 

সারজিসের আগে হাসনাত আবদুল্লাহর বিয়ের খবর সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। গত ১১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিয়ে করেন হাসনাত।