ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ভোটে দাঁড়াতে চান সারজিস আলম


৩১ জানুয়ারী ২০২৫ ১৭:২৮

সংগৃহীত

ভোটে দাঁড়াতে চান সারজিস আলম

মানুষের চাওয়া-পাওয়া নিয়ে কাজ করতে চান সারজিস আলম। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার পেজে এক কথা জানান তিনি।

 

নিজের ছবি সম্বলিত একটি ফটোকার্ড পোস্ট করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম। ফটোকার্ডে লেখা ছিল, আমরা মানুষের চাওয়া নিয়েই কাজ করেছি। মানুষ এখন চায় আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরাই তাদের প্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করুক।

 

ফটোকার্ডে সারজিস আরও লিখেন, পঞ্চগড়ের মানুষ যদি চায় আমি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক।

 

এদিকে, কয়েক মিনিট পরেই নির্বাচনে অংশগ্রহণের বার্তা সম্বলিত ফটোকার্ডটি ফেসবুক থেকে ডিলিট করে দেন সারজিস আলম।