ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


সংলাপে ঐক্যফ্রন্টের চার প্রস্তাব


৭ নভেম্বর ২০১৮ ২০:৩৩

ছবি-নতুন সময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপ শেষ হয়েছে। তবে সংলাপে কোনো বিষয়ে সমঝোতায় আসতে পারেনি উভয়পক্ষ। আজ বুধবার সকাল ১১ টার পরে গণভবনে সংলাপ শুরু হয়ে বেলা ২ টায় শেষ হয়।

সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংলাপে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়ে সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্টের দাবি মেনে সংসদ ভেঙে সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন সম্ভব নয়। স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন পিছিয়ে কোন অপশক্তির উত্থানের সুযোগ দেয়া হবে না। সত্যিকার রাজবন্দিদের মুক্তির ব্যাপারে সরকারের আপত্তি নেই। ১৪ দলের অবস্থান কাল তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সংলাপ মনঃপূত হয়নি।’ সংলা‌পে কোনো সম‌ঝোতা হ‌য়ে‌ছে কি না— জানতে চাইলে তিনি বলেন, কোনো সম‌ঝোতা হয়নি।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আব্দুল মা‌লেক রতন সাংবাদিকদের ব‌লেন, ‘সংলাপ শুধু সংলাপই।’ এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করেননি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে ৪টি প্রস্তাব দিয়েছেন ড. কামাল হোসেন। এ প্রস্তাবগুলো হলো- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়া, ১০ সদস্যের নিরদলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন।

ড. কামালের লিখিত এসব প্রস্তাবের বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতা বলেছেন, সংবিধানের আলোকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সংবিধানের বাইরে আপনি এসব প্রস্তাব করছেন কেন?

একই সঙ্গে যে উপদেষ্টা পরিষদ গঠন করার কথা বলা হয়েছে, সে নির্দলীয় উপদেষ্টা পরিষদের উপদেষ্টা কারা থাকবেন- এ সদস্যদের নাম বলতে পারেননি প্রস্তাবকারীরা।

সংলাপের সূচনা বক্তব্যে সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের মঙ্গলবারের সমাবেশ সুন্দরভাবে আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সংলাপে ১৪-দলীয় জোটের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১৪ দলের প্রতিনিধি দলে অংশগ্রহণ করছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আনিসুল হক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, স ম রেজাউল করিম, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।

অপরদিকে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর অংশগ্রহণ করছেন।

সকাল সাড়ে ১০টায় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুরকে সঙ্গে নিয়ে গণভবনে প্রবেশ করেন ড. কামাল হোসেন। এর কিছুক্ষণ ঐক্যফ্রন্টের র্শীষ নোতার একে একে গণভবেন প্রবেশ করেন। এরপরই দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে গণভবনে প্রবেশ করেন আওয়ামী লীগ ও ১৪ দলের নেতৃবৃন্দ।

গত ১ নভেম্বর সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথম বার সংলাপে অংশ নেয় জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দল।
আরকেএইচ


আরকেএইচ