ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


বিক্ষোভের মুখে পাঠ্যবইয়ে বাদ পড়ল ‘আদিবাসী’ শব্দ


১৪ জানুয়ারী ২০২৫ ০৯:৫৬

ফাইল ফটো
নবম ও দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইয়ে গ্রাফিতিতে সংযোজন করা ‘আদিবাসী’ শব্দ বাতিল করা হচ্ছে। সেখানে যুক্ত হচ্ছে নতুন একটি গ্রাফিতি।
 
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, আদিবাসী লেখা গ্রাফিতিটি বাদ যাচ্ছে। এছাড়া বইয়ের কোথাও আদিবাসী শব্দ নেই।
 
গতকাল রবিবার (১২ জানুয়ারি) ২০২৫ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইয়ে বিচ্ছিন্নতাবাদী ও রাষ্ট্রদ্রোহী পরিভাষা উল্লেখ করে ‘আদিবাসী’ শব্দ বাতিল এবং রাষ্ট্রদ্রোহী এই ‘অপকর্মে’র সঙ্গে জড়িতদের অপসারণ ও শাস্তির দাবিতে এনসিটিবি ঘেরাও করে বিক্ষোভ ও সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 
এই বিক্ষোভের একদিনের মাথায় ‘আদিবাসী’ লেখা গ্রাফিতিটি বাদ দিয়ে নতুন গ্রাফিতি যুক্ত করছে এনসিটিবি। এদিকে, পার্বত্য জেলার নৃগোষ্ঠীরা আদিবাসী নয় নিজেদের জাতিগোষ্ঠীর আলাদা নামে অবিহিত করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন।
 
এর আগে, রবিবার এনসিটিবি ঘেরাও করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সরকারের কাছে পাঁচ দফা দাবি জানান।