ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে শেষ হলো ৩ দিনব্যাপী ইজতেমা


২২ ডিসেম্বর ২০২৪ ১২:০৫

ফাইল ফটো

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটির আয়োজনে ৩ দিনব্যাপী ইজতেমা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। রোববার সকাল সোয়া ৮টার দিকে আখেরি মোনাজাত করা হয়। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রিজের পূর্বপাড়ে উত্তর নওয়াবস এলাকায় ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত ৩ দিনব্যাপী ইজতেমা (চরমোনাই অনুসারী) আখেরী মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এতে প্রায় ৪০ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

 

ইজতেমায় প্রধান অতিথি হিসেবে আখেরী মোনাজাত পরিচালনা করেন পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

 

আখেরী মোনাজাত পূর্ব পীর সাহেব চরমোনাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনে চূড়ান্ত দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।

 

তারা হলেন কুড়িগ্রাম-১ মো. হারিসুল বারী রনি, কুড়িগ্রাম-৩ ডা. মো. আক্কাস আলী সরকার এবং কুড়িগ্রাম-৪ মো. হাফিজুর রহমান।