ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাত ১১টা পর্যন্ত ‘টোল ফ্রি’


২১ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৭

ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের সহায়তার জন্য ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের আয়োজন চূড়ান্ত হয়েছে। আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ কমসার্ট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে টোল ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে ৯ ঘণ্টা।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানী ঢাকায় আর্মি স্টেডিয়ামে স্পিরিট অব জুলাই আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট উপলক্ষে আজ দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ছাড়াই এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।