হাইকোর্ট প্রাঙ্গণে নেয়া হয়েছে উপদেষ্টা হাসান আরিফের মরদেহ

হাইকোর্ট প্রাঙ্গণে নেয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ। দীর্ঘদিনের কর্মস্থলে বেলা ১১ টায় তার দ্বিতীয় নামাজে জানাজা হবে।
এর আগে, শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডি সাত নম্বরে বায়তুল আমান জামে মসজিদে উপদেষ্টার প্রথম নামাজে জানাজা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফের মেয়ে বিদেশ থেকে দেশে ফেরার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে দাফন করা হবে।
শুক্রবার বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।