ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


জয়পুরে তেলের ট্যাঙ্কার-ট্রাকের সংঘর্ষ, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৪


২০ ডিসেম্বর ২০২৪ ১১:০২

ফাইল ফটো

ভারতের রাজস্থানের জয়পুরে একটি পেট্রোল পাম্পের বাইরে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই আগুন পরবর্তীতে পেট্রোল পাম্পে ছড়িয়ে পড়লে দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অন্তত ১৫ জন।

শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে একটি ট্রাকের সঙ্গে অন্য ট্রাকের সংঘর্ষের পর ওই পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি ট্যাংকারে আগুন লেগে এ ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যের সংখ্যা আরো বাড়তে পারে। বর্তমানে আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে আগুনের ভয়াবহতা এত বেশি যে পাশে থাকা আরো কয়েকটি গাড়িতে তা ছড়িয়ে পড়েছে। আগুনে দগ্ধদের উদ্ধার করে একটি হাসপাতালে নেয়া হয়েছে। উদ্ধারকারীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, যে ট্রাকটি অন্যান্য যানবাহনকে ধাক্কা দেয়, সেটি রাসায়নিক বোঝাই ছিল।

ভাংক্রোটার স্টেশন হাউস অফিসার (এসএইচও) মনীশ গুপ্ত সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, আগুনটি বেশ কয়েকটি ট্রাক পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ ও আহত কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হতাহতদের দেখতে এরইমধ্যে হাসপাতালে পৌঁছেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা।