ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


স্পিরিট অব জুলাই কনসার্টে ভ্যাট-সম্পূরক শুল্ক অব্যাহতি


১৯ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৯

ফাইল ফটো

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে আগামী ২১ ডিসেম্বর শনিবার ‘স্পিরিট অব জুলাই’ এবং স্কাইট্র্যাকার লিমিটেড আয়োজিত ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্ট অনুষ্ঠিত হবে। এই কনসার্টের বিক্রিত টিকেট হতে আয়োজক সংস্থা কোনো অর্থ নেবে না।

এছাড়া গায়ক রাহাত ফাতেহ আলী খান ও দল কোনো পারিশ্রমিক নেবেন না। বিক্রিত টিকেটের পুরো অর্থ জুলাই বিপ্লবে আহত ও নিহতের পরিবারের কল্যাণে ব্যয় করা হবে। কনসার্ট আয়োজনের ক্ষেত্রে সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক (টিকেট ও ভেন্যু) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কনসার্ট আয়োজনে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষও কোনো ভাড়া নেবেন না।

বৃহস্পতিবার প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলাম সই করা বিশেষ আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টোডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘স্কাইট্র্যাকার লিমিটেড’ কর্তৃক আয়োজিত ‘একোস অব রেভ্যুলিউশন’ কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও সম্পূরক শুল্ক হতে অব্যাহতি প্রদান করা হলো। কনসার্টটি আয়োজনে বাংলাদেশ আর্মি স্টোডিয়াম, রাহাত ফাতেহ আলী খানের দলসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি এবং সংস্থা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আয়োজনে সহযোগিতা করছেন।

এ আয়োজনে বিক্রিত টিকিটের সকল অর্থ জুলাই বিপ্লবে আহত এবং নিহতদের পরিবারের কল্যাণে ব্যবহৃত হবে। এটি একটি অ-লাভজনক আয়োজন। সেহেতু মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, এনবিআর কনসার্টটি আয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য মূসক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক শর্ত পরিপালন সাপেক্ষে অব্যাহতি প্রদান করলো।