দুদকের চেয়ারম্যান হলেন আবদুল মোমেন

জ্যেষ্ঠ সচিব পদ থেকে পদত্যাগ করা ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ড. মোহাম্মদ আবদুল মোমেন সবশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত ছিলেন। গত ৮ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার পদত্যাগ অনুমোদনের পর আবদুল মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার।
চেয়ারম্যান নিয়োগের পাশাপাশি দুদক কমিশনার পদে দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
নতুন চেয়ারম্যানের পরিচয়
মোহাম্মদ আবদুল মোমেন একজন বহুমাত্রিক লেখক। তার লেখক নাম আন্দালিব রাশদী। কথাসাহিত্যিক, অনুবাদক, গবেষক, কলামিস্ট হিসেবে তিনি পাঠকপ্রিয় ও নন্দিত। কিশোর সাহিত্যে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
মোহাম্মদ আবদুল মোমেনের জন্ম ঢাকায়। তিনি ঢাকা, ওয়েলস ও লন্ডনে পড়াশোনা করেন। শুরুতে ছিলেন বিজ্ঞানের ছাত্র। পরে আইনে স্নাতক এবং রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের সদস্য মোহাম্মদ আবদুল মোমেন। তিনি ১৯৮২ সালে সহকারী কমিশনার হিসেবে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
যুগ্ম সচিব থাকা অবস্থায় ২০১৩ সালে মোহাম্মদ আবদুল মোমেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ পান। পরে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা পান।