ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে জেল হত্যা দিবস পালিত


৩ নভেম্বর ২০১৮ ২২:২৩

ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগে উদ্যোগে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বাই সাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন মুজিব চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, দন্ডপ্রাপ্ত খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবি জানান।

এমএ