ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


‘সমগ্র বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া পড়েছে’


২৭ অক্টোবর ২০১৮ ২০:২৮

ছবি ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমগ্র বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া পড়েছে। মানুষের জীবনমান উ আবাসন প্রকল্প ‘স্বপ্নের ঠিকানা’র দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। উন্নয়নের কারণে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত যেন না হয়, গৃহহীন না হয়ে পড়ে সেদিকে আমরা লক্ষ্য রেখেছি।
এই এলাকায় ১৩০টি পরিবারের জন্য আমরা ঘর তৈরি করে দিয়েছি। এই পরিবারগুলোতে ক্ষতিপূরণ দিয়েছি তো বটেই, ঘরও তৈরি করেছি। যাতে তারা পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পারে। তাদের বাড়ি ঘুরে দেখেছি। কথা বলেছি। তারা সবাই খুব খুশি। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র হলে এখানকার ছেলে- মেয়েরা চাকরির সুযোগ পাবে। সেই ব্যবস্থা আমরা করতে পারব। ’

শেখ হাসিনা বলেন, ‘পটুয়াখালী পর্যন্ত আসতে কোনো ব্রিজ ছিল না। এর সবগুলো ব্রিজ আওয়ামী লীগ সরকারের করা। নদী ড্রেজিং করা হবে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত নদীগুলোকে কার্যকর করা হবে। পায়রা বন্দরকে ভবিষ্যতে ডিপ সি পোর্ট হিসেবে গড়ে তোলা হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘৮১ সালে প্রতিকূল পরিস্থিতিতে দেশে ফেরার পর আমি টুঙ্গীপাড়া থেকে স্পিডবোটে করে বরগুনা পর্যন্ত ভিজিট করেছি। এ অঞ্চলে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুঃখ দুর্দশা দেখেছি। অথচ সে সময়কার শাসকরা এ অঞ্চলের মানুষের উন্নয়নের সম্ভাবনা চোখে দেখেনি।’

দক্ষিণাঞ্চলে মানুষের জীবনমানের উন্নয়নের জন্য এ এলাকায় এলএমজি টার্মিনাল, মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার নির্মাণ করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এ অঞ্চলে মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বহুপরিকল্পনা গ্রহণ করেছি। দ্বিতীয় পরমাণু বিদ্যুত কেন্দ্র এ অঞ্চলে নির্মাণ করার জন্য ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে। এটা আমরা করে দেব।’

অনুষ্ঠানে বক্তব্য শেষে স্বপ্নের ঠিকানা প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারযোগে পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। দুপুরে বিরতি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনায় যাবেন। সেখানেও তিনি ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় তালতলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন।

আরকেএইচ