ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


রাষ্ট্রপতি দেশে ফিরেছেন


২৭ অক্টোবর ২০১৮ ১৭:১৩

ছবি সংগৃহীত

পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার সকাল সাড়ে ৮টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি, পুলিশের আইজিপি এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

শুক্রবার জেনেভার কোয়েনট্রিন বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৩টা ১৫ মিনিটে দেশের উদ্দেশে যাত্রা করেন আবদুল হামিদ ও তার সফরসঙ্গীরা।

গত ২১ অক্টোবর জেনেভার উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি। সেখানে ২২ থেকে ২৬ অক্টোবর ৫ দিনব্যাপী অনুষ্ঠিত বিশ্ব বিনিয়োগ ফোরাম-২০১৮ এর উদ্বোধনী অধিবেশনে অংশ নেন তিনি। এবারে এই সম্মেলনের প্রতিপ্রাদ্য ছিল ‘ইনভেস্টিং ইন সাসটেইনেবল ডেভেলপমেন্ট’।

আরকেএইচ