ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


‘রাসিক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর’


১৬ জুন ২০২৩ ২১:২৪

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বলেন, এখন পর্যন্ত রাজশাহীতে বড় ধরনের কোনো অভিযোগ আসেনি। তবে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কমিশন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।

শুক্রবার (১৬ জুন) রাজশাহীর একটি রেস্টুরেন্টে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

এ সময় হাতপাখা প্রতীকের প্রার্থীর নির্বাচন বর্জন নিয়ে ইসি বলেন, একজন প্রার্থী নির্বাচন থেকে সরে গেলে তার প্রভাব পুরো নির্বাচনের ওপর পড়বে না। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক সহযোগিতাও কামনা করেন ইসি রাশেদা সুলতানা।