ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল: মেয়র তাপস


১৭ মে ২০২৩ ২২:৪৯

সকল রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেদিন দেশে ফিরে এসেছিলেন বলেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (১৭ মে) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে তার দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে মেয়র এ মন্তব্য করেন।

স্থানীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন।  

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর পর তার কন্যা শেখ হাসিনা দেশের হাল ধরেছিলেন বলেই সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের এই অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র রুখে দিতে পারবে না বলেও মন্তব্য করেন মেয়র।

এছাড়াও দলের প্রত্যেক নেতা কর্মীদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিষ্ঠা, ত্যাগ, একাগ্রতা ও কর্মনিষ্ঠা থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান শেখ ফজলে নূর তাপস।