ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৭শে শ্রাবণ ১৪৩২


এসএসসির সোমবারের সব বোর্ডের পরীক্ষা স্থগিত


১৪ মে ২০২৩ ২১:২৫

সব বোর্ডে এসএসসি ও সমমানের সোমবারের (১৫ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (১৪ মে) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে আগেই ৬ শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।  কিন্তু সোমবার (১৫ মে) অনুষ্ঠেয় পরীক্ষায় সব বোর্ডের প্রশ্নপত্র অভিন্ন থাকায় এদিনের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষা কবে নেওয়া হবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এছাড়া ১৬ মে থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে বলেও জানান তপন কুমার সরকার।

এর আগে, ঘূর্ণিঝড় মোখার কারণে ছয় শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমানের রোববার (১৪ মে) ও পরদিন সোমবারের (১৫ মে) পরীক্ষা স্থগিত করা হয়।