ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন জাহাঙ্গীর


৯ মে ২০২৩ ০৩:২৬

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলমের হাইকোর্টে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে প্রার্থিতা ফিরে পেতে রিট খারিজের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম।

সোমবার (৮ মে) হাইকোর্টের আদেশের পর সাংবাদিকদের কাছে জাহাঙ্গীর আলম নিজেই আপিল করার কথা জানান।

তিনি বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবো।

জাহাঙ্গীর আলমের আইনজীবী এম কে রহমান বলেন, ‘আমাদের বক্তব্য হচ্ছে, তিনি তো ঋণ নেননি। তাই খেলাপিও না, ছিলেন জামিনদার। আর দুই দিন পরে সিআইবি তালিকা স্থগিতও হয়। কিন্তু আদালতে ফাইন্ডিংস এসেছে, মনোনয়নপত্র দাখিলের সময় ঋণ খেলাপের তালিকায় তার নাম ছিল। এ কারণে রিট সরাসরি খারিজ দেন আদালত। তবে জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তিনি আপিল করবেন।’

এর আগে মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে রোববার (৭ মে) রিট করেন জাহাঙ্গীর আলম। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৮ মে) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট সরাসরি খারিজ করে আদেশ দেন।