বেনাপোল সীমান্তে আটক ৫

অবৈধ পথে ভারত থেকে পারাপারের সময় বেনাপোল সীমান্ত থেকে ৫ বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার (১৯ অক্টোবর) সকালে বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটকরা হলেন, রাহেলা বেগম (২২), টিটু (২৮), রফিকুল ইসলাম (৪০), লিটন (২৩) ও শিশু সোহাগী (০৩)। এদের বাড়ি নড়াইল, মাদারীপুর, বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, অবৈধভাবে ভারত থেকে বেশ কিছু নারী পুরুষ পারাপার করছে। এমন খবরে বিজিবি অভিযান চালিয়ে একটি বাঁশ বাগানের ভেতর থেকে ৫ বাংলাদেশিকে আটক করে। এরআগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
বিজিবির পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সী লাবলু রহমান জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এমএ