ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


পৃথিবীর মোট কাজের ৭০ ভাগ নারীরা সম্পাদন করছে: তথ্যমন্ত্রী


৯ মার্চ ২০২৩ ০৭:৪১

পৃথিবীর মোট কাজের ৭০ ভাগ নারীরা সম্পাদন করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে যুব মহিলা লীগ আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, সরকারের নারীবান্ধব কর্মসূচি গ্রহণের ফলেই দেশে নারীরা আজ গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে। নারী নেতৃতের দিক থেকে পৃথিবীর অনেক দেশের মধ্যেই বাংলাদেশ অন্যতম।

হাছান মাহমুদ আরও বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই পরিকল্পিতভাবে পঞ্চগড়ের ঘটনা ঘটানো হয়েছে। সম্প্রতি রাজধানীতে বোমা বিস্ফোরণের মতো যে কয়েকটি ঘটনা ঘটেছে, সেগুলো পরিকল্পিত নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিএনপি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও এ সময় উল্লেখ করে তিনি।

আইকে