ঢাকা সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


বীমা সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করার আহ্বান রাষ্ট্রপতির


২ মার্চ ২০২৩ ০০:২৯

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গ্রাহকের বিমা দাবি যথাসময়ে পরিশোধ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিগুলো প্রতিপালন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা ও গ্রাহকবান্ধব সেবা দিতে এগিয়ে আসতে বিমা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (১ মার্চ) ‘জাতীয় বিমা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্র্রপতি এ আহ্বান জানান।

এ সময় ‘জাতীয় বিমা দিবস ২০২৩’ উপলক্ষে বিমা প্রতিষ্ঠানসহ বিমা শিল্প সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘এবারের জাতীয় বিমা দিবসের প্রতিপাদ্য ‘আমার জীবন আমার সম্পদ, বিমা করলে থাকবে নিরাপদ’ যথার্থ হয়েছে বলে মনে করি।’

তিনি বলেন, ‘স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডে যোগদানের মাধ্যমে বীমাকে পেশা হিসাবে গ্রহণ করেছিলেন। সরকার এ দিনটি স্মরণে প্রতিবছর ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে পালন করে আসছে।

আইকে