ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


ভোটে বিরত থাকায় বাংলাদেশকে রাশিয়ার ধন্যবাদ


২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি যুদ্ধ বন্ধ করতে প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে এক টুইট বার্তায় রাশিয়ান দূতাবাস জানায়, রাশিয়াবিরোধী এমন প্রস্তাব পাস করে ইউক্রেন ‘সংঘাতের’ অবসান ঘটানো যাবে না। ভোটদানে বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ।

প্রঙ্গত, গত বৃহস্পতিবারের ওই প্রস্তাবে ইউক্রেনের পক্ষে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪১ সদস্য ভোট দেয়।

এ ছাড়া রাশিয়াসহ সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশ ও ভারতসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল। ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানায় রাশিয়া।

আইকে