ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


জন্মনিবন্ধনে জালিয়াতি: ডিএনসিসির একজন চাকরিচ্যুত, অন্যজন বরখাস্ত


২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৩৩

জালিয়াতির মাধ্যমে বিদেশি নাগরিককে জন্মনিবন্ধন দেওয়ায় দুই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এদের একজনকে চাকরিচ্যুত ও অপরজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ডিএনসিসি থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএনসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরিচ্যুত মাফরুজা সুলতানাকে উজবেকিস্তানে জন্মগ্রহণকারী রাশিয়ান বংশোদ্ভূত বাবা-মার ঔরসজাত সন্তান এলিনা তৌহিদের জন্ম নিবন্ধন অবৈধভাবে প্রদান করায় এবং সই জাল করে বিভিন্ন সময় জন্মনিবন্ধন দেয়া এবং যারা আইনগতভাবে জন্মনিবন্ধন সনদ পাওয়ার যোগ্য নয়—তাদেরকে সনদ দেওয়ার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে।

এছাড়া আজিজুন নেছাকে চাকরি বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা ও অদক্ষতার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আইকে