ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে আইএসএ’র মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ


২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:০৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের আইএসএ মহাপরিচালক অজয় মাথুর সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় প্রতিমন্ত্রীর বাসভবনে এ সাক্ষাতে সৌরশক্তির প্রসার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রতিমন্ত্রী আইএসএ’র মহাপরিচালককে স্বাগত জানান।

পাইলট প্রকল্পে অর্থায়নে আইএসএ’র সহযোগিতা অব্যাহত থাকবে বলে এ সময় উল্লেখ করেন আইএসএ’র মহাপরিচালক অজয় মাথুর।

সাক্ষাৎকালে এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রধান জ্বালানি বিশেষজ্ঞ জীবন শর্মা আচার্য উপস্থিত ছিলেন।

আইকে