ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


দুর্নীতির অভিযোগে তিতাসের ৫ কর্মকর্তা বরখাস্ত


১৭ অক্টোবর ২০১৮ ২২:৪২

ফাইল ফটো

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন লিমিটেডের ৫ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় বুধবার (১৭ অক্টোবর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ৪ অক্টোবর তিতাসের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিষেধাজ্ঞা প্রাপ্ত কর্মকর্তারা হলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মসিউর রহমান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের উপ-মহাব্যবস্থাপক এস এম আবদুল ওয়াদুদ, আবিডি-নারায়ণগঞ্জ শাখার মহা-ব্যবস্থাপক শফিকুর রহমান, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক শাহজাদা ফরাজী ও সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানী। একটি সূত্র বলছে এই ৫ জনকেই বহিস্কার করা হয়েছে।

যেখানে তাদের ডায়াবেটিকস, হাইপারটেনশন, হাড়ের রোগ ইত্যাদি রোগের কথা উল্লেখ করে ডাক্তারি সার্টিফিকেট সংযুক্ত করা হয়। যদিও অভিযোগ ছিল তারা দুদকে হাজির না হয়ে অফিস করেছিলেন। দুদক ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে দুদক অভিযোগটি অনুসন্ধান করছে।

এসএমএন