ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


প্রতিরক্ষাসহ ২ খাতে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে


১৭ অক্টোবর ২০১৮ ২২:০৬

ছবি সংগৃহীত

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে সৌদি রাজপ্রাসাদে বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রতিরক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতা বিষয়ক দুটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবেন তারা।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরকালে প্রতিরক্ষা ও আইসিটি খাতে সহযোগিতা সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এ ছাড়া দুই দেশের নেতার বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও শ্রমিক কল্যাণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য ও সমৃদ্ধি প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী কাউন্সিল অব সৌদি চেম্বার (সিএসসি) এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে তিনি সৌদি রাজপ্রাসাদে বাদশাহর সঙ্গে সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এ ছাড়া সৌদি আরবের যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করবেন। পরে প্রধানমন্ত্রী রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সেরি ভবনের উদ্বোধন করবেন। এরপর সন্ধ্যায় পবিত্র নগরী মদিনা যাবেন তিনি। রাতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন।

বৃহস্পতিবার সকালে মদিনা থেকে জেদ্দা যাবেন শেখ হাসিনা। সেখানে তিনি দুপুরে বাংলাদেশ কনস্যুলেটের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এশার নামাজের পর মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে রওনা দিয়ে দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

বাদশাহ সালমানের আমন্ত্রণে এবং পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে চারদিনের সফরে মঙ্গলবার বিকেলে সৌদি আরবে পৌঁছান প্রধানমন্ত্রী।
আরকেএইচ