ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


বাংলাদেশ কারও ওপর নির্ভরশীল থাকবে না : প্রধানমন্ত্রী


৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বনির্ভরতার ওপর জোর দিতে হবে। ‘মেড ইন বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা চাই দেশ এগিয়ে যাক। বাংলাদেশ কারও ওপর নির্ভরশীল থাকবে না; আত্মনির্ভরশীল হবে, আত্মমর্যাদাশীল হবে।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি রাজস্ব ফাঁকি দেওয়া বন্ধ করে ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক অর্থনীতি যত উন্নত হবে, মানুষের অর্থনৈতিক সক্ষমতা তত বাড়বে এবং দেশও এগিয়ে যাবে।

এ সময় ঘরে বসে করদাতাদের কর দেওয়ার সুযোগ করে দেওয়ায় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এর আগে শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভবন ‘রাজস্ব ভবন’ এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবু হেনা রহমাতুল মুনিম।

আইকে