ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


রূপসা রেলসেতু পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার


৫ ফেব্রুয়ারি ২০২৩ ০২:১৯

দুদিনের সফরে খুলনা বিভাগে গেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এ সফরে তিনি ভারত-বাংলাদেশ উন্নয়ন অংশীদারত্বে নির্মিত কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করবেন।

এরই অংশ হিসেবে সফরের প্রথমদিন গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) তিনি রূপসা রেলসেতু পরিদর্শন করেছেন।

ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, রূপসা রেলসেতু, বাংলাদেশ সরকারকে দেওয়া ভারত সরকারের লাইন অব কনসেশনাল ক্রেডিটের (নমনীয় শর্তে ধারাবাহিক ঋণ) মাধ্যমে নির্মাণ করা হয়েছে। ১৬৯ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত সেতুটি সমগ্র উপ-অঞ্চলের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা বাড়াবে।

এছাড়াও রূপসা রেলসেতু খুলনা-মোংলা বন্দরে পণ্য পরিবহনে সুবিধা দেবে। এ অঞ্চলের কৃষকদের কৃষিজাত পণ্যসহ স্থানীয় ব্যবসার জন্য বাজারে প্রবেশাধিকার উন্নত করবে। এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্যটন শিল্প বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশা করা হচ্ছে।

আইকে