ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’


৪ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩১

বায়ুর মান সূচকে (একিউআই) আজ শনিবারও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’। বিশ্বের নগরগুলোর মধ্যে একিউআই সূচকে আজ ঢাকার অবস্থান ৬। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে একিউআইয়ে ঢাকার স্কোর ১৯২। একই সময়ে এ তালিকায় শীর্ষে ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল (২২৩)।

এ তালিকায় ২১৩ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে চীনের চেংদু; ২১২ নিয়ে তৃতীয় ভারতের মুম্বাই। এরপর চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ২১১ এবং পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২০৬।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। এটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন- প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

আইকে