ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন ১৪৩২


বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ নির্ধারণ


৩ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫২

সরকারি প্যাকেজ থেকে প্রায় ১১ হাজার টাকা কমে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়।

জানা গেছে, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বেসরকারি হজ যাত্রীদের নিবন্ধন শুরু হবে। হজ যাত্রীদের প্যাকেজের অর্থ আগামী ১৫ মার্চের মধ্যে জমা দিতে হবে। এছাড়াও হজ যাত্রীদের পাসপোর্টের মেয়াদ ২৭ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত থাকতে হবে। কোরবানির খরচ যাত্রীদের নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে।

আইকে