সংবিধান দিবস পালন হচ্ছে আজ

৪ নভেম্বর প্রথমবারের মতো পালন হচ্ছে ‘জাতীয় সংবিধান দিবস’। স্বাধীনতার ৫০ বছর পর আজ শুক্রবার এই দিবসটি পালন হচ্ছে ।
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া নিয়ে আবার আলোচনা সামনে আসে।
এই আলোচনা আইন-আদালত, রাজনৈতিক অঙ্গন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চলছে ব্যক্তিগত আলাপচারিতায়ও। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয় সময়ের আলোর। তাদের সবাই একবাক্যে বলছেন, বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া উচিত।
জানতে চাইলে জাতীয় সংসদের সাবেক স্পিকার মোহাম্মদ জমিরউদ্দিন সরকার বলেন, ‘সংবিধানকে যেভাবে চূর্ণ-বিচূর্ণ (বারবার সংশোধনী এনে) করা হয়েছে, তার চেয়ে বাহাত্তরের সংবিধান অনেক বেটার। বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে চাইলে সংসদের মাধ্যমে যাওয়া যায়।’
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘বাহাত্তরের সংবিধানেই ফিরে যাওয়া উচিত। তবে তেমন উদ্যোগ নিলে আগে জনমত যাচাই করে নেওয়াও উচিত হবে। না হলে জনমনেই সন্দেহ দেখা দিতে পারে যে, হঠাৎ করে কেন এটি করা হচ্ছে।’