ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী


১১ অক্টোবর ২০২২ ০৮:১৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষ সঠিক চিকিৎসাসেবা পাচ্ছে কি না সেটি নিশ্চিত করতে হবে, নইলে জবাবদিহিতার আওতায় আসতে হবে।

সোমবার (১০ অক্টোবর) নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন রয়েল রোডে ফিতা কেটে নবনির্মিত বিভাগীয় স্বাস্থ্য ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমাদের অবকাঠামো ও যন্ত্রপাতির অভাব নেই, কিন্তু জনবলের কিছুটা অভাব রয়েছে। জনবল ও হাসপাতাল-ক্লিনিক উন্নয়ন কাজের জন্য আলাদাভাবে কমিটি করে দেওয়া হয়েছে। গত ৫০ বছরে যেখানে ১৫ হাজার ডাক্তার নিয়োগ হয়েছে, করোনার দুই বছরে সেটি তিনগুণ বেড়েছে। ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে ১২ হাজার, নার্সও দ্বিগুণ হয়েছে। আমরা কাজ করেছি বলেই স্বাস্থ্যসেবা অনেকদূর এগিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে সেবার মান বেড়েছে। ব্রেইন টিউমার, বাইপাস সার্জারির মতো রোগের অপারেশন দেশেই হচ্ছে। কোনো ওষুধের অভাব নেই। দু’একজনের জন্য সকলের বদনাম হোক-সেটা আমরা চাই না। স্বাস্থ্যসেবা কিভাবে আরও উন্নত করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছে সরকার। কিন্তু করোনা মহামারিতে এ প্রয়াস কিছুটা ব্যাহত হয়েছে। ইউনিয়ন থেকে মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম মনিটরিংয়ে রাখা হয়েছে। হাসপাতালে এক্স-রে, অ্যানেস্থেসিয়া ও আল্ট্রাসনোগ্রাম মেশিন এবং লোকবল ঠিক আছে কি না, মানুষ সেবা পাচ্ছে কি না সেগুলো দেখা হচ্ছে।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. সাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে এবং ডা. মৌমিতা দাশ ও ডা. রশ্মি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. সাখাওয়াত উল্লাহ, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, বান্দরবানের সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. এস এম নুরুল করিমসহ আরও অনেকে।